নারায়ণগঞ্জে আরো ২১ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৭৮৮

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয়। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৭৮৮ জনে। একই সময়ে করোনায় মারা গেছেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০৯ জনে।
আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ২৪৮ জনের। নতুনভাবে আক্রান্ত হয়েছে ২১ জন, মোট আক্রান্ত চার হাজার ৭৮৮ জন। নতুন করে কোনো সুস্থ হওয়ার খবর নেই। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২৪৭১ জন। মোট মৃত্যু ১০৯ জন।