নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ আগুনে ২০ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একটি স’মিলসহ প্রায় ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাতের এ আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আদমজী ইপিজেডের ফায়ার স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, মঙ্গলবার রাত ১১টায় খবর পেয়ে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দারপাড় এলাকায় গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ও মণ্ডলপাড়াসহ বিভিন্ন স্টেশনের চারটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে না জানা গেলেও ধারাণা করা হচ্ছে স’মিল থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের সেমিপাকা মার্কেটে ছড়িয়ে পড়ে।
ফায়ার স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, মার্কেটের প্রায় ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মালিক পক্ষ ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা দাবি করলেও তদন্ত না করে কিছু বলা যাবে না।