নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২৭

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতের ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : ফোকাস বাংলা
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ইমরান নামের আরো একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরের দিকে মৃত্যু হয় তাঁর। বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
এ নিয়ে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় ১০ জন চিকিৎসাধীন।
ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, যাঁরা চিকিৎসাধীন, তাঁদের অবস্থাও খুব ভালো নয়। কেউ শঙ্কামুক্ত নয়।
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে গত শুক্রবার এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৭ মুসল্লির মৃত্যু হয়েছে। এরই মধ্যে ২৬ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।