দেশের মানুষ দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে বাস করছে : রিজভী

সরকার উচ্ছেদের ষড়যন্ত্র হচ্ছে বলে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, ‘শুধু রাজনৈতিক দলগুলো নয়। সারা দেশের মানুষ দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে বসবাস করছে। সবাই আপনার পতন চায়।’
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এই সমালোচনা করেন। গুম হওয়া পরিবারকে অর্থ সহায়তা দেওয়ার জন্য কোরিয়া বিএনপি ও যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘ষড়যন্ত্রের মধ্য দিয়ে নয়, প্রকাশ্যে দিবালোকে পদযাত্রা মিছিলের মধ্যে জাতির সকল মানুষ আপনার পতনের জন্য ঐক্যবদ্ধ। এদেশে ইলিয়াস আলী হারিয়ে যায়, চৌধুরী আলম হারিয়ে যায়। আপনাদের কোনো দোষ নেই। বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, আপনার কোনো দোষ নেই। দোষ সব বিরোধী দলের।’
রিজভী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘এখন যে প্রতিবাদ করে, সে দোষী। বিরোধী দল বিরোধী মতসহ সবকিছু গুম করেছেন। গণতন্ত্র, স্বাধীনতা, নির্বাচন, অধিকার সবকিছু গুম হয়ে গেছে।’