ঢাকা মহানগর বিএনপি উত্তরের গণপদযাত্রা আজ

বিএনপির লোগো
বিএনপি’র পূর্ব ঘোষিত চলমান যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে গণপদযাত্রা পালন করা হবে।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর আদাবর রোড সংলগ্ন ‘শ্যামলী মাঠ’ (শ্যামলী সিনেমা হলের পিছনে) থেকে শুরু হবে এই গণপদযাত্রা।
গণপদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।
এতে অংশ নেবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।