চালককে খুন করে অটোরিকশা নিয়ে পালানোর সময় হাতেনাতে তিনজন আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেলাল নামের এক অটোরিকশাচালক খুন হয়েছেন। এরপর অটোরিকশা নিয়ে পালানোর সময় তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ সোমবার ভোরে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোচালক বেলাল রংপুর জেলার কাদিরাবাদ গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে এবং ফতুল্লার মুসলিমনগর এলাকার হালিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সরকার জানান, ভোরে একদল ছিনতাইকারী চালক বেলালকে ছুরিকাঘাতে আহত করে অটোরিকশা নিয়ে পালানোর সময় বেলালের এক বন্ধু দেখে চিৎকার করেন। এ সময় আশপাশের লোকজন এসে ধাওয়া দিয়ে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আহত অবস্থায় অটোরিকশাচালক বেলালকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান ওই পুলিশ পরিদর্শক।