চান্দিনায় বাস উল্টে দুজন নিহত

কুমিল্লার চান্দিনা উপজেলায় উল্টে যাওয়া বাস। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। এ সময় বাসটির চালকসহ আহত হয়েছেন আরো পাঁচজন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাড়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে সামসি বেগম (৫০) নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। সামসি বেগম নোয়াখালীর এখলাসপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া নিহত অন্য ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকাগামী হিমাচল পরিবহনের দ্রুতগামী একটি বাস চান্দিনার হাড়িখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসটির উপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বাসে থাকা সাত যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ছাড়া আহত হন চালক ও তাঁর সহকারীসহ আরো পাঁচ যাত্রী।