চট্টগ্রামে সুদীপ্ত হত্যা মামলায় ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

চট্টগ্রামে ছাত্রলীগনেতা সুদীপ্ত হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা গতকাল সোমবার অভিযোগপত্রটি আদালতে জমা দেন।
পিবিআইর পুলিশ সুপার নাঈমা সুলতানা জানান, ২০১৭ সালের ৬ অক্টোবর ভোরে নালাপাড়ার বাসায় হানা দিয়ে সুদীপ্তকে ঘুম থেকে তুলে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর তাঁকে কয়েকজন সন্ত্রাসী বেধরক মারধর করে। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুদীপ্তর বাবা ২৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার অন্যতম আসামি দিদারুল আলম মাসুম, নিয়াজ মোর্শেদ নিপু, মোক্তার হোসেন ও মাইনুল কাদেরকে ঘটনার মূল পরিকল্পনাকারী বলে জানায় পিবিআই। এ মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মধ্যে চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া ৮১ জনের সাক্ষী গ্রহণ করেছে পিবিআই।
পিবিআই পুলিশ সুপার আরো জানান, মূল পরিকল্পনাকারী দিদারুল আলম মাসুমকে গত বছরের ৪ আগস্ট ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুই মাস জেলে থেকে জামিনে বের হয়ে আসেন তিনি। পরে উচ্চ আদালতের নির্দেশে গত ১৩ নভেম্বর নিম্ন আদালতে হাজির হলে জামিন বাতিল করে পুনরায় কারাগারে পাঠানো হয় তাঁকে। বর্তমানে মাসুম জামিনে আছেন।