ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন হয়নি : রিজভী

দেশবাসীকে এবারের ঈদে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।’
আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে রিজভী আরও বলেন, ‘সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাঝে মধ্যে মিডিয়ার সামনে এসে বিএনপিকে নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করেন। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তিনি। ঈদের আগের ১০০ টাকার ভাড়া ৫০০ টাকা গুনতে হয়েছে জনগণকে। সড়কে দুর্ভোগের সীমা ছিল না।’
রিজভী আরও বলেন, ‘পাঁচ ঘণ্টার পথ ৩০ থেকে ৩২ ঘণ্টায়ও শেষ হয়নি। যাত্রীদেরকে দিনরাত কাটাতে হয়েছে সড়ক-মহাসড়কে। মন্ত্রীরা বলেছেন, মহাসড়কে কোনো যানজট নেই। অথচ, অনেককে ঈদ করতে হয়েছে রাস্তায়। কাউকে ঈদের দিন দুপুরে বাড়িতে পৌঁছাতে হয়েছে।’
‘আওয়ামী নেতাদের মস্তিস্ক থেকে সত্য হারিয়ে গেছে’ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ঘরমুখো মানুষকে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয়েছে। অন্যদিকে, সড়কে ছিল মৃত্যুর মিছিল। এর জন্য দায়ী আওয়ামী প্রশাসন ও সড়কমন্ত্রী।’
রিজভী বলেন, “তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সাহেব বলেছেন—অস্ট্রেলিয়াতে নাকি ১০ ঘণ্টা বা কোথাও কোথাও ১৫ থেকে ১৮ ঘণ্টাও লোডশেডিং হয়। অস্ট্রেলিয়া থেকে প্রায় সাড়ে সাত হাজার মাইল দূরে বাংলাদেশের এই মন্ত্রী এই উদ্ভট খবরটি পেলেন কী করে? সত্যি বিস্ময়কর যে, এই আওয়ামী সরকার বাংলাদেশকে ‘আবোল-তাবোলের’ দেশ বানাতে চাচ্ছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে।”
বিএনপির এই নেতা বলেন, ‘অস্ট্রেলিয়ায় বিদ্যুৎ কত ঘণ্টা থাকে না থাকে, এটা বিশ্ববাসী জানে। বর্তমান ভয়াবহ লোডশেডিংকে জায়েজ করার জন্য হরেক কিসিমের প্রতারণামূলক কথাবার্তা বলছেন আওয়ামী মন্ত্রীরা।’
আওয়ামী লীগের উদ্দেশে রিজভী বলেন, ‘এরা ক্ষমতায় থাকলে আগামী নির্বাচনের ভবিষ্যৎ নিয়েও দেশবাসী শঙ্কিত। ভবিষ্যত নির্বাচনেও একতরফা নির্বাচন করবে সেজন্য তারা পূর্ণমাত্রায় আগ্রাসন চালাবে—তার আলামত ফুটে উঠছে। কিন্তু, এবার তারা সফল হবে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি নেতা মীর সরফর আলী সপু প্রমুখ।