গোপালগঞ্জে করোনায় আরো একজনের মৃত্যু

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মোক্তার হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এ নিয়ে জেলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ গতকাল রাতে বিষয়টি জানিয়েছেন।
মোক্তার হোসেন গোপালগঞ্জ শহরের বেদগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, করোনা উপসর্গ দেখা দিলে গত ২২ জুন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা দেন মোক্তার হোসেন। পরে তাঁর নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। এর পর থেকেই তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সেখানে তাঁর মৃত্যু হয়।
এদিকে, এর আগে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে মুকসুদপুর উপজেলার চারজন, টুঙ্গিপাড়া উপজেলার চারজন, সদর উপজেলার চারজন, কাশিয়ানী উপজেলার দুজন ও কোটালীপাড়া উপজেলার একজন রয়েছেন।