কুলিয়ারচরে কৃষিজমিতে পুকুর খনন করায় জরিমানা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কৃষিজমিতে পুকুর খননের দায়ে শহিদ মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কৃষিজমিতে পুকুর খননের দায়ে শহিদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তারাকান্দি গ্রামে অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আজিজ।
কাউসার আজিজ জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ওই এলাকা পরিদর্শনে যান। সেখানে গিয়ে দেখতে পান, গ্রামের গোলাম মোস্তফার ছেলে শহিদ মিয়া ড্রেজার দিয়ে মাটি কেটে কৃষিভূমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করছেন। এই অপরাধে তিনি ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে শহিদ মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।
অভিযানে কুলিয়ারচর থানার উপপরিদর্শক সুমন আহম্মেদ ও তাঁর ফোর্স সহযোগিতা করেন।