কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

কুমিল্লার চান্দিনায় র্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার মো. সোহেল রানা ও মো. ইসরাইল। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-১১ সিপিসি-২-এর সদস্যরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মাধাইয়া এলাকায় অভিযান চালিয়ে এ মাদক জব্দ ও দুজনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের দানেশ মৌলভীপাড়ার (টোলা) মো. সোহেল রানা (২৬) ও একই জেলার আনিছটোলা গ্রামের বাসিন্দা মো. ইসরাইল।
র্যাব-১১-সিপিসি-২-এর অধিনায়ক উপপরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ নানা ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।