কিশোরগঞ্জে মৃত্যুর পর এক ব্যক্তির করোনা শনাক্ত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মারা যাওয়া এক ব্যক্তির নমুনা পরীক্ষার পর করোনা শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে করোনার উপসর্গ নিয়ে গত ২৯ এপ্রিল নিজ বাড়িতে মারা যান তিনি।
মৃত ওই ব্যক্তির নাম তরুণ ভূঁইয়া (৪২)। তিনি কটিয়াদীর করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) দক্ষিণ বাট্রা গ্রামের বাসিন্দা এবং পুরান ঢাকার একজন জুতা ব্যবসায়ী।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট আক্রান্তের সংখ্যা ১৮৫ জন।