কিশোরগঞ্জে ভাবিকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভাবিকে হত্যার দায়ে দেবর বাসির উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার কিশোরগঞ্জের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম এ রায় দেন। এ সময় আসামি বাসির উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন না। তবে খালাসপ্রাপ্ত অন্য পাঁচ আসামি উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত বাসির উদ্দিন জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট জীবন কুমার রায় বলেন, ‘আসামি বাসির উদ্দিন জামিনে থাকলেও অভিযোগপত্র দেওয়ার পর তেকে তিনি পলাতক।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে মাদ্রাসা শিক্ষক জজ মিয়ার স্ত্রী আম্বিয়া খাতুন রাগ করে তাঁর বাবার বাড়ি চলে যান। ঘটনার কিছুদিন আগে তাঁকে আবার ফিরিয়ে আনে তাঁর স্বামী। বিষয়টি জজ মিয়ার ছোট ভাই বাসির ও তাঁর পরিবারের লোকজন সহজভাবে মেনে নেয়নি। এর জের ধরে ২০০২ সালের ২ মে গভীর রাতে দেবর বাসির কয়েকজন সহযোগীকে নিয়ে সিঁদ কেটে ঘরে ঢুকে শ্বাসরোধ করে হত্যা করেন আম্বিয়াকে। জজ মিয়া ও আম্বিয়া দম্পতির সংসারে তিন মেয়ে ও এক ছেলে ছিল।
এ ঘটনায় আম্বিয়ার চাচা কায়েসউদ্দিন বাদী হয়ে বাসির ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত করে বাসিরসহ ছয়জনের বিরুদ্ধে ওই বছরের ২৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ক্ষিতিশ দেবনাথ।