কিশোরগঞ্জে করোনায় মৃতের নিকটাত্মীয়র উপসর্গ নিয়ে মৃত্যু, নতুন আক্রান্ত ৬

কিশোরগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে বিল্লাল হোসেন সুমন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় প্রথম মারা যাওয়া রোগীর নিকটাত্মীয়। এ ছাড়া কিশোরগঞ্জ জেলায় মোট ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল সাতজন।
জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, ‘ডায়াবেটিস, প্রেশার ও সর্দি-কাশি নিয়ে সুমন নামের এই যুবক গত বুধবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরদিন বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকা ইনস্টিটিউট অব হেলথের ল্যাবে পাঠানো হয়। তার রিপোর্ট এখনো হাতে পাইনি। শুক্রবার সকালে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থনান্তর করা হলে বিকেলে তার মৃত্যু হয়।’
বিল্লালের ভগ্নিপতি রুহুল আমীন রাজু জানান, বিল্লাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় প্রথম মারা যাওয়া প্রথম রোগী সেলিম মিয়ার খালাতো ভাই। সেলিম মিয়া করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে গত সোমবার মারা যান। বিল্লাল হোসেন সুমনের শ্বশুরবাড়িও কাদিরজঙ্গল ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে। করিমগঞ্জ পৌর সদরের হাজী হাবিবুর রহমানের ছেলে বিল্লাল হোসেন।
সিভিল সার্জন আরো জানান, গতকাল শুক্রবার কিশোরগঞ্জ জেলায় মোট ছয়জন করোনা রোগী শনাক্ত হন। তাঁদের মধ্যে কিশোরগঞ্জ সদর ও ইটনায় দুজন করে এবং পাকুন্দিয়া ও ভৈরবে একজন করে। তাঁদের মধ্যে চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল সাতজন।