কিশোরগঞ্জে আরো পাঁচজনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় চার চিকিৎসকসহ মোট ২৩ জনের করোনা শনাক্ত হলো।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, কিশোরগঞ্জ জেলা থেকে গতকাল মঙ্গলবার ২২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। তাদের মধ্যে পাঁচজনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। এই পাঁচজনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় দুইজন, তাড়াইল উপজেলার দুইজন ও কুলিয়ারচর উপজেলার একজন রয়েছেন।
এ ছাড়া এখন পর্যন্ত করিমগঞ্জ উপজেলায় সর্বোচ্চ আটজন, সদরে চারজন, ভৈরবে তিনজন, ইটনায় দুজন, পাকুন্দিয়ায় দুজন, তাড়াইলে দুজন এবং হোসেনপুর ও কুলিয়ারচর উপজেলায় একজন করোনা শনাক্ত হয়েছেন।
ডা. মো. মুজিবুর রহমান আরো বলেন, আজ নতুন করে আরো ২৪ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কার এর ফল পাওয়া যাবে।