করোনা আক্রান্ত সন্দেহে ইজিবাইকে নেয়নি চালক, রাস্তায় মৃত্যু

নাটোরে করোনা আক্রান্ত সন্দেহে ইজিবাইকে না তুলে নেওয়ায় রাস্তায় ছটফট করতে করতে মারা যান মনিরুল ইসলাম নামের এই ব্যক্তি। ছবি : এনটিভি
করোনা রোগী সন্দেহে ইজিবাইকে না নেওয়ায় নাটোরে রাস্তার ওপরই মারা গেছেন মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি। আজ শনিবার সকালের দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত মনিরুল গুরুদাসপুর উপজেলার বৃপাথুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী ছিলেন।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, মনিরুল ইসলাম অসুস্থ অবস্থায় গতকাল শুক্রবার বিকেলে ভর্তি হন নাটোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে। আজ সকালে হাতে ক্যানুলা লাগানো অবস্থায় বাইরে বের হয়ে স্টেশন বাজার এলাকায় যান তিনি। এ সময় আবার অসুস্থ বোধ করলে একটি ইজিবাইকে উঠার চেষ্টা করেন। কিন্তু করোনা রোগী সন্দেহে তাকে ইজিবাইকে উঠতে দেননি চালক। এ অবস্থায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মৃত্যু হয় মনিরুলের।
খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।