করোনায় কর্মহীনদের জন্য মডেল গ্রুপের ৫ কোটি টাকার সাহায্য

মহামারি করোনাভাইরাস প্রতিরোধ এবং করোনার কারণে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের জন্য নারায়ণগঞ্জের শিল্পপ্রতিষ্ঠান মডেল গ্রুপ পাঁচ কোটি টাকার প্যাকেজ কর্মসূচি ঘোষণা করেছে। আজ শনিবার দুপুরে ফতুল্লার পশ্চিম তল্লা নিজ পোশাক কারখানা মডেল ডি ক্যাপিটেলে এক সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মাসুদুজ্জামানের পক্ষে এ তথ্য দেন প্রতিষ্ঠানের কর্মকর্তা অরুপ কুমার সাহা।
কর্মসূচিতে রয়েছে ৪০ লাখ টাকা ব্যয়ে সামাজিক সচেতনতা ও পরিচ্ছন্নতা।
এ ছাড়া খাদ্য নিরাপত্তা, চিকিৎসা সুরক্ষা সামগ্রী বিতরণ এবং অর্থ সহায়তা করা।
যে সব খাতে অর্থ দেওয়া হবে :
১. নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা।
২. নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সংসদ সদস্যের ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা।
৩. জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা।
৪.পুলিশ সুপারের ত্রাণ তহবিলে ১০ লাখ টাকা।
৫. মধ্যবিত্ত নাগরিকদের জন্য ২০ লাখ টাকা।
৬.নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১০ লাখ টাকা।
৭. সংবাদকর্মীদের জন্য ১০ লাখ টাকা।
৮.মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামানের জন্মস্থানের জন্য ২৮ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
সব কর্মসূচি চারটি ধাপে সম্পন্ন করা হবে। কর্মসূচির শুরুতে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।