করোনাভাইরাস প্রতিরোধে ভৈরব পৌরসভার নানা উদ্যোগ

করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, পাড়া-মহল্লা ও অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করা, পথে-ঘাটে গাড়ি দিয়ে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো, বিদেশ ফেরত লোকজন খুঁজে বের করে রেজিস্ট্রেশন করানো, হোম কোয়ারেন্টিন পর্যবেক্ষণ করা ইত্যাদি।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব পৌরসভার সচিব মো. দুলাল উদ্দিন জানান, করোনাভাইরাসজনিত কারণে ভৈরব পৌরসভা সরকারি নির্দেশে বন্ধ থাকলেও জরুরি পরিষেবা প্রদানকারী বিভাগের কর্মীরা মেয়র মহোদয়সহ ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে কাজ করে যাচ্ছে দিন-রাত। পৌরসভার নাগরিকদের সুবিধার্থে প্রতিদিনের জরুরি সেবা পানি, বিদ্যুৎ, ময়লা ইত্যাদি বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
পৌর মেয়র, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ জানান, করোনাভাইরাস মহামারি আকারে ছড়ানোর আগেই তারা পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করেন। শুরুতেই তিনি সভাপতি ও সচিবকে সদস্য সচিব করে করোনাভাইরাস প্রতিরোধ পৌর কমিটি গঠন করেন। ওই কমিটিতে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অর্ন্তভুক্ত করা হয়। রাখা হয় পৌরসভার স্বাস্থ্যকর্মীসহ শিক্ষক প্রতিনিধিদের। যারা একটি চমৎকার সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন।
মেয়র আরো জানান, বর্তমানে গ্রহণ করা কাজগুলো হলো তাদের প্রথমধাপের কাজ। দ্বিতীয়ধাপে থাকবে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি। এখনও কর্মহীনদের মধ্যে ওইভাবে অভাব-অনটন দেখা দেয়নি উল্লেখ করে তিনি জানান, সামাজিক বিচ্ছিন্নতা আরো দীর্ঘ হলে মানুষের মধ্যে অভাব প্রকট হবে।
এছাড়া এখন ব্যক্তি ও সামাজিক সংগঠনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ চলছে। একটা সময় এইসব কর্মসূচি হয়তো কিছুটা থেমে যাবে। ওই কঠিন সময়কে লক্ষ্য রেখে পৌরসভা প্রস্তুতি নিচ্ছে দীর্ঘমেয়াদী ত্রাণতৎপরতা চালানোর জন্য।