উখিয়ায় ৫৬ স্বর্ণের বার জব্দ, আটক ৩

কক্সবাজারের উখিয়ায় ৫৬টি স্বর্ণের বারসহ আটক তিনজন। ছবি : এনটিভি
কক্সবাজারের উখিয়ার পালংখালী বিজিবির সদস্যরা সীমান্তের কাটাখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৫৬টি স্বর্ণের বার জব্দ করেছে। এ স্বর্ণপাচারে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার মনির আলম (৩৮), টেকনাফের হোয়াইক্যং এলাকার মামুনুর রশিদ (১৮), একই এলাকার নুর মোহাম্মদ (৩৬)।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ‘গোপন সংবাদে উখিয়া টেকনাফ সীমান্তবর্তী কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে ৫৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় তিন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় পাঁচ কোটি ৩০ লাখ টাকা।’
জব্দকৃত স্বর্ণ ও আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।