আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে বিকল্প ইউনিট চালু করে সরবরাহ স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে গতকাল রোববার দুটি কারেন্ট ট্রান্সফারে অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে যাওয়া চারটি ইউনিটের তিনটি চালু হয়েছে। তবে একটি সচল না হলেও বিকল্প ইউনিট চালুর মধ্য দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।
আজ সোমবার সকালে বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো চালু করা হয়। তবে কারিগরি সমস্যার কারণে এখনও বন্ধ রয়েছে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি। তবে বিকল্প আরেকটি ইউনিট চালু করে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বিদ্যুৎকেন্দ্রের সাব স্টেশনের দুটি কারেন্ট ট্রান্সফারে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুনে নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে বিদ্যুৎকেন্দ্রের চারটি সচল ইউনিট বন্ধ হয়ে যায়। ইউনিটগুলো হলো ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিপিপি ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নম্বর ইউনিট, ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ও ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বেসরকারি ইউনাইটেড মডিউল কোম্পানি লিমিটেড ইউনিট। গতকাল বিকেলে চারটি বিদ্যুৎ ইউনিটের উৎপাদন বন্ধ থাকায় জাতীয় গ্রিডে ৬২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছিল। তাৎক্ষণিকভাবে কারখানার নিজস্ব প্রকৌশলীরা কাজ শুরু করে রাতেই তিনটি ইউনিট চালু করেন। পরে আজ সোমবার সকাল পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করতে পারেনি। তবে বিকল্প আরেকটি ইউনিট চালু করে বিদ্যুতের চাহিদা স্বাভাবিক রাখা হয়েছে।
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান জানান, সন্ধ্যায় পরপর দুটি কারেন্ট ট্রান্সফারে বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফারে বিস্ফোরণের পর স্থানীয় প্রকৌশলীরা মেরামতকাজ শুরু করে তিনটি ইউনিট চালু করেন। ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নম্বর ইউনিটটির কিছু যন্ত্রাংশ পরিবর্তন করা লাগবে যার কারণে বিকল্প আরেকটি ইউনিট চালু করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফারে বিস্ফোরিত স্প্রিন্টারের আঘাতে এক শিশুর বাম চোখ গুরুতর জখম হয়েছে। আহত শিশুকে সব ধরনের চিকিৎসা সহায়তা করা হবে বলেও তিনি জানান।