আশুগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর সাবেক আমির ডা. তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, ২০১৪ সালের একটি নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আশুগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. তাজুল ইসলামকে উপজেলার শরীফপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ডা. তাজুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. তাজুল ইসলামকে আজ শনিবার ভোরে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি