অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি নূর হোসেনকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন এই রায় দেন। একই সঙ্গে চাঁদাবাজির মামলা থেকে তাকে বেকসুর খালাস দেন আদালত।
এর আগে আজ সকালে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।
নারায়ণগঞ্জের সহকারী সরকারি কৌঁসুলি সালাহ উদ্দিন জানান, ২০১৩ সালে নূর হোসেনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ আনা হয় অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার পরও নূর হোসেন তা ব্যবহার করেন। আদালত এই মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় দিয়েছেন। একই সঙ্গে একটি চাঁদাবাজির মামলায় নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে আদালত বেকসুর খালাস দেন।