নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ বৈজ্ঞানিক প্রমাণ দেবেন ম্যাক্রোঁ

নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ বৈজ্ঞানিক প্রমাণ দেওয়ার কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন আদালতে একটি মানহানির মামলায় তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁ ‘জন্মগতভাবে একজন নারী’ তা তিনি প্রমাণ করবেন। এ জন্য তারা আলোকচিত্র ও বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করবেন। খবর বিবিসির।
তাদের আইনজীবী জানিয়েছেন, ব্রিজিট জন্মগতভাবে একজন পুরুষ ছিলেন বলে ডানপন্থি প্রভাবশালী ক্যান্ডেস ওয়েন্স যে বিশ্বাস প্রচার করেছেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলায় ফরাসি প্রেসিডেন্ট ও মিসেস ম্যাক্রোঁ নথিপত্র উপস্থাপন করবেন।
বিবিসির ফেম আন্ডার ফায়ার পডকাস্টে কথা বলতে গিয়ে ম্যাক্রোঁর আইনজীবী টম ক্লেয়ার বলেন, মিসেস ম্যাক্রোঁ এই দাবিগুলোকে ‘অবিশ্বাস্যভাবে বিরক্তিকর’ বলে মনে করেছেন ও এটি ফরাসি প্রেসিডেন্টের জন্য একটি ‘বিব্রতকর অবস্থা’।
ক্লেয়ার বলেন, আমি বলতে চাই না যে এটি তাকে কোনোভাবে তার কাজে বাধা দিয়েছে। তবে যখন আপনার পরিবার আক্রমণের শিকার হবে, তখন এটি আপনার ওপরও আলাদা চাপ সৃষ্টি করবে। তিনি একটি দেশের প্রেসিডেন্ট হয়েও এর থেকে মুক্ত নন।
ক্লেয়ার জানান, এই দম্পতি সম্পূর্ণরূপে প্রমাণ করতে প্রস্তুত যে, অভিযোগগুলো মিথ্যা। তিনি আরও বলেন, এটি প্রমাণ করার জন্য যা যা করা দরকার, তিনি তা করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। যদি সেই অপ্রীতিকরতা ও অস্বস্তি এর মধ্যে থাকে, তবে তিনি সেই বোঝা মেটাতে শতভাগ প্রস্তুত।
ম্যাক্রোঁ ব্রিজিটের গর্ভবতী ও তার সন্তানদের লালন-পালনের ছবি সরবরাহ করবেন কি না জানতে চাইলে মি. ক্লেয়ার বলেন, তাদের অস্তিত্ব রয়েছে ও আদালতে হাজির করা হবে।
এই অভিযোগটি বহু বছর আগে অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে ফরাসি ব্লগার আমান্ডাইন রয় ও নাতাচা রে-এর একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে। ম্যাক্রোঁ প্রথমে ফ্রান্সে রয় ও রে-এর বিরুদ্ধে একটি মানহানির মামলা জিতেছিলেন, কিন্তু আপিলের মাধ্যমে সেই রায় বাতিল করা হয়। ম্যাক্রোঁ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন।

আগস্টে ইমানুয়েল ম্যাক্রোঁ ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচকে ব্যাখ্যা করেছিলেন কেন তারা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, এটি আমার সম্মান রক্ষা করার বিষয়! কারণ এটি অর্থহীন। এই ব্যক্তি পুরোপুরি জানতেন যে তার কাছে কোনো প্রমাণ নেই এবং মিথ্যা তথ্য ছিল। কিন্তু তিনি ক্ষতি করার লক্ষ্যে এ কাজ করেছেন।