স্পেনে সাইক্লিং রেসে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, প্রধানমন্ত্রী সানচেজের সমর্থন

স্পেনের পেশাদার সাইক্লিং রেস ‘লা ভুয়েল্টা আ এস্পানা’ চলাকালীন ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। রেসের বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত এসব বিক্ষোভের কারণে সৃষ্ট সমস্যার পরও দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এই ধরনের প্রতিবাদে নিজের সমর্থন প্রকাশ করেছেন। অন্যদিকে তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী দল। খবর বার্তা সংস্থা এএফপির।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) একটি রাজনৈতিক সমাবেশে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, খেলোয়াড়দের প্রতি আমার কৃতজ্ঞতা ও পূর্ণ সম্মান জানাচ্ছি। তবে একইসঙ্গে স্পেনিশ জনগণের প্রতিও আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের জন্য তারা যে প্রতিবাদ করছে, তা দেখে আমি গর্বিত। মানব অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর কাছে উদাহরণ হয়ে উঠেছে স্পেন।
তবে প্রধানমন্ত্রীর এই মতের বিরোধিতা করে বিরোধী রক্ষণশীল পপুলার পার্টির নেতা আলবের্তো নুনেজ ফেইহোও বলেন, এই বিক্ষোভ দেশের জন্য একটি লজ্জাজনক পরিস্থিতি তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, সরকারের উচিত এসব বিক্ষোভকে উৎসাহিত না করে বরং এর নিন্দা করা। একই সঙ্গে বন্ধের ব্যবস্থা নেওয়া।

বিক্ষোভকারীরা প্রধানত ‘ইসরায়েল-প্রিমিয়ার টেক’ দলকে লক্ষ্য করে প্রতিবাদ জানাচ্ছিল। এই প্রতিবাদের কারণে রেসের কয়েকটি পর্যায় সংক্ষিপ্ত করতে হয়েছে। মাঝে মাঝে বিক্ষোভকারীরা রাস্তায় ঢুকে পড়লে সাইক্লিস্টদের জন্য তা বিপজ্জনক হয়ে ওঠে। এই ধরনের সমস্যা এড়াতে রোববার মাদ্রিদে রেসের ফাইনাল পর্বের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।