নেপালের প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায় কে এই বলেন্দ্র শাহ?

জেন-জি’র আন্দোলনের পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এখন সবার দৃষ্টি কাঠমাণ্ডুর মেয়র বলেন্দ্র শাহের (ব্যালেন) দিকে। অনলাইন প্রচারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাকে নেতৃত্ব গ্রহণের জন্য জোরালো সমর্থন জানানো হচ্ছে। খবর এনডিটিভির।
নেপালে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্সসহ ২৬টি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করাকে কেন্দ্র করে চলমান অস্থিরতা তীব্র আকার ধারণ করে। এই অস্থিরতা ‘জেনারেশন জেড’ নামে পরিচিত তরুণদের নেতৃত্বে শুরু হয়েছিল। সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশি অভিযানে অন্তত ১৯ জন নিহত ও শত শত লোক আহত হয়, যাদের মধ্যে অনেকেই ছিলেন স্কুল-কলেজের শিক্ষার্থী।
এই উত্তাল পরিস্থিতিতে র্যাপার থেকে রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পাওয়া মেয়র বালেন্দ্র শাহ তরুণ বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন। একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, এই সমাবেশটি স্পষ্টতই জেনারেশন-জেডের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন, যাদের কাছে আমিও বৃদ্ধ বলে মনে হতে পারি। তিনি আরও বলেন, তরুণদের আকাঙ্ক্ষা ও চিন্তাভাবনা বোঝা জরুরি, কোনো রাজনৈতিক দল বা নেতা যেন এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা না করে। তিনি সশরীরে উপস্থিত না থাকলেও তার পূর্ণ সমর্থন তরুণদের সঙ্গে থাকবে বলে জানান।
বলেন্দ্র শাহের উত্থান
সোমবার সরকারের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বলেন্দ্র শাহ দ্রুতই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে একটি জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হন। অনেকেই তাকে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।
একজন লিখেছেন, ‘বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মধ্যে পার্থক্য হল আমাদের একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী আছেন যিনি ব্যক্তিগত স্বার্থ ছাড়াই কেবল দেশের ভালোর জন্য কাজ করবেন।’
আরেকটি মন্তব্যে বলা হয়, এই আন্দোলনের জন্য বালেনের মতো একজন নেতার প্রয়োজন, যিনি ফলাফলে পৌঁছানো পর্যন্ত এটিকে এগিয়ে নিয়ে যাবেন।’
বলেন্দ্র শাহের পরিচয়
১৯৯০ সালে কাঠমাণ্ডুতে জন্ম নেওয়া বলেন্দ্র শাহ একজন সিভিল প্রকৌশলী। তিনি কাঠমাণ্ডুতে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করার পর ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
রাজনীতিতে প্রবেশের আগে বলেন্দ্র শাহ নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ-হপ জগতের একজন জনপ্রিয় র্যাপার ও গীতিকার ছিলেন। তার গানের মাধ্যমে তিনি প্রায়শই দুর্নীতি ও বৈষম্যের মতো সামাজিক বিষয়গুলো তুলে ধরতেন।
২০২২ সালে বলেন্দ্র শাহ কাঠমাণ্ডু মেয়র নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রার্থীদের পরাজিত করে তিনি ৬১ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেন।
উল্লেখ্য, গত সপ্তাহে ভুয়া তথ্য, প্রতারণা ও ঘৃণামূলক বক্তব্য রোধের অজুহাতে নেপাল সরকার ২৬টি অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। এর মধ্যে ছিল হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন ও ইউটিউব।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ‘জেন জি’ আন্দোলন নামে প্রতিবাদ শুরু হয়। রাজধানী কাঠমান্ডু ও বিভিন্ন বড় শহরে হাজারো তরুণ-তরুণী ও শিক্ষার্থী নেমে আসে রাস্তায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়েছে।
এদিকে ক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন।
রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জানিয়েছেন, তিনি আজ থেকেই কার্যকরভাবে পদত্যাগ করছেন। দেশের সংকট সমাধান ও রাজনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়ার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।