ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান মার্কিন সিনেটরদের

গাজায় সাংবাদিকদের নিরাপত্তা ও প্রবেশাধিকার নিশ্চিত করতে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ১৭ জন সিনেটর। স্থানীয় সময় বুধবার (২০ আগস্ট) তারা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
এক সপ্তাহের মধ্যে ইসরায়েলের হামলায় গাজায় কয়েকজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হওয়ার পর এই চিঠি পাঠানো হলো। চিঠিতে ডেমোক্র্যাট সিনেটররা বলেন, ‘যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের কাছে পরিষ্কার বার্তা দিতে হবে যে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা এবং হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়।’
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সসহ ১৭ জন সিনেটর। তারা গাজায় নিহত সাংবাদিকদের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, লক্ষ্যবস্তু করে সাংবাদিকদের হত্যা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ২০০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। যেহেতু গাজা এখন অবরুদ্ধ, তাই অনেক আন্তর্জাতিক সংবাদ সংস্থা সেখানকার খবরের জন্য স্থানীয় ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর নির্ভরশীল।

এদিকে, দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নিহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানানোর পরামর্শ দেওয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনাও সিনেটরদের উদ্বেগের কারণ।