গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরায়েলি বাধার নিন্দা জাতিসংঘের

গাজা উপত্যকায় বাস্তুচ্যুত নাগরিকরা তাদের সঙ্গে তাঁবু বহন করে স্থানান্তরের সময় গত এক মাস ধরে ইসরায়েলি বাহিনীর বাধার শিকার হচ্ছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) জাতিসংঘ এ ঘটনার নিন্দা জানিয়েছে।
জেনেভা থেকে এএফপি জানায়, জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ’র মুখপাত্র জেনস লায়ের্কে বলেন, প্রায় পাঁচ মাস ধরে গাজায় শরণার্থী সামগ্রী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ছিল। এই সময়ে ৭ লাখের বেশি মানুষ স্থানান্তর বা পুনঃস্থানান্তরিত হয়েছে।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের হয়তো একটি তাঁবু দেওয়া হয়েছে, কিন্তু স্থানান্তরিত হওয়ার পর তাঁবুটি তাদের সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, ইসরায়েলিরা তাঁবুকে ‘ডুয়াল ইউজ’ হিসেবে শ্রেণিবদ্ধ করতে পারে। কারণ তাঁবুর খুঁটি সম্ভাব্য সামরিক কাজে ব্যবহারযোগ্য বলে তারা মনে করে।
ইসরায়েল চলতি মাসের শুরুতে ঘোষণা করে, তারা গাজা সিটি দখল করবে এবং গত শনিবার পুনরায় বাসিন্দাদের স্থানান্তরের নির্দেশ দিয়েছে।
লায়ের্কে বলেন, এই আদেশের ফলে পরিস্থিতি পরিবর্তিত হয়নি এবং এখনো গাজায় তাঁবু প্রবেশের অনুমতি নেই।
অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ইসরায়েলকে অভিযুক্ত করেছে, তারা ফিলিস্তিনিদের এমন অঞ্চলে পাঠাচ্ছে, যেখানে হামলা হচ্ছে।
মুখপাত্র থামিন আল-খিতান বলেন, হাজারো মানুষকে গাজার দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় যেতে বলা হচ্ছে, অথচ সেখানে এখনো বোমাবর্ষণ হচ্ছে।
তিনি বলেন, আল-মাওয়াসির ফিলিস্তিনিদের প্রয়োজনীয় সেবা ও সরবরাহ, যেমন খাদ্য, পানি, বিদ্যুৎ ও তাঁবুতে কোনো প্রবেশাধিকার নেই। থাকলেও সেটা খুব কম।