ইউক্রেনকে সমর্থন দেওয়ায় ইইউকে ধন্যবাদ জেলেনস্কির

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যে সমর্থন দিয়ে আসছে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, একটি স্থায়ী শান্তি অর্জনের জন্য ইইউর এই ঐক্য খুবই গুরুত্বপূর্ণ এবং ‘ওয়াশিংটন আমাদের সঙ্গে আছে।’ খবর বিবিসির।
আজ রোববার (১৭ আগস্ট) ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি এসব কথা বলেন।
শান্তি আলোচনা প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এই ঐক্যই প্রকৃত শান্তি এনে দিতে সাহায্য করবে। চূড়ান্ত চুক্তি নিয়ে দ্রুত কাজ করার জন্য একটি যুদ্ধবিরতি অপরিহার্য। চলমান যুদ্ধের চাপের মধ্যে আলোচনা করা অসম্ভব। ইউক্রেনের সংবিধান অনুযায়ী ভূখণ্ড ছেড়ে দেওয়া সম্ভব নয়।
একই সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বলেন, শক্তির মাধ্যমেই শান্তি অর্জন করতে হবে। চুক্তিতে ইউক্রেন এবং ইউরোপ উভয়ের সুরক্ষার জন্য নিরাপত্তা নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকতে হবে। একটি শান্তি চুক্তিতে কী কী থাকা উচিত তার একটি রূপরেখা তুলে ধরেন তিনি।
এর আগে গত শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠককালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, যুদ্ধবিরতির প্রয়োজন নেই এবং শান্তি আলোচনা সরাসরি শুরু করা উচিত। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উভয় নেতা ট্রাম্পের এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেননি। ভন ডের লেয়েন বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘হত্যা বন্ধ করা।’ জেলেনস্কি বলেন, ‘প্রকৃত আলোচনা’ শুরুর জন্য যুদ্ধবিরতি জরুরি এবং এর জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন।