ক্যাটাগরি পাঁচে রূপ নিল হারিকেন ‘এরিন’

চলতি বছরে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট প্রথম হারিকেন ‘এরিন’ ভয়াবহ ক্যাটাগরি-৫ ঘূণিঝড়ে পরিণত হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এই তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
হারিকেনটি বর্তমানে অ্যাঙ্গুইলার ১০৫ মাইল (১৭০ কিমি) উত্তরে অবস্থান করছে। এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ মাইলের (২৫৫ কিমি) কাছাকাছি।
এনএইচসি জানিয়েছে, এ সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম আটলান্টিকে ঝড়টি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।
এনএইচসি আরও জানিয়েছে, হারিকেন এরিনের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস সপ্তাহান্ত জুড়ে উত্তরাঞ্চলীয় লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, হিসপানিওলা ও টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জের কিছু অংশে প্রভাব ফেলবে। এটি আগামী সপ্তাহের শুরুতে বাহামা, বারমুডা ও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলেও ছড়িয়ে পড়বে।
সংস্থাটি বলছে, ঝড়টি সোমবার নাগাদ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও বারমুডার মধ্যবর্তী স্থান দিয়ে উত্তর দিকে বাঁক নেওয়ার আগে উত্তর ক্যারিবিয়ান লিওয়ার্ড দ্বীপপুঞ্জের উত্তর দিক দিয়ে প্রবাহিত হবে বলে ধারণা করা হচ্ছে। এরিনের প্রভাবে রোববার পর্যন্ত উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোজুড়ে ভারি বৃষ্টিপাত হতে পারে।

হারিকেন এরিন একটি অপ্রত্যাশিত নতুন ঝুঁকি অর্থাৎ দাবানলের আশঙ্কাও তৈরি করেছে। বিএমএস গ্রুপের একজন সিনিয়র আবহাওয়াবিদ অ্যান্ড্রু সিফার্ত বলেন, যদি এরিন একটি বৃহৎ ও শক্তিশালী এক্সট্রাট্রপিক্যাল ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে এটি শুকনো অঞ্চলে বাতাস এবং মানবসৃষ্ট আগুনের কারণে মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে।
তবে গতকাল শুক্রবার আইএলএস বিনিয়োগ ব্যবস্থাপক ‘টুয়েলভ সিকিউরিস’ জানিয়েছে, ঝড়টি উপকূল থেকে যথেষ্ট দূরে অবস্থান করবে বলে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বড় ধরনের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।