গাজায় টেকসই খাদ্য সরবরাহ জরুরি : সেভ দ্য চিলড্রেন

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় খাবার সংকট মেটাতে দ্রুত ও নিয়মিত খাবার পাঠানো খুবই জরুরি। সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, গাজার শিশুরা তাঁবুতে বোমার মুখে খাবারের জন্য লড়ছে। এখানকার দুর্ভিক্ষের খবর খুবই ভয়াবহ। তবে, সব তথ্য ঠিকভাবে না পাওয়ায় গাজায় আসলে কতটা কষ্ট হচ্ছে, তা হয়তো আমরা পুরোপুরি জানতে পারছি না। খবর আলজাজিরার।
সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য পরিচালক আহমেদ আল জাজিরাকে বলেন, যেসব শিশু যেকোনো মুহূর্তে মারা যাওয়ার ভয়ে আছে, তাদের জন্য এটি খুবই খারাপ খবর। তিনি আরও জানান, আমাদের কর্মীরা গাজার শিশুদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, তারা শুধু মৃত্যুর ভয়েই নয়, আক্রমণের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার ভয়েও ভীত। এটা গাজার শিশুদের জন্য এক ভয়াবহ বাস্তবতা।
আলহেন্দাউই জোর দিয়ে বলেন, গাজার মানুষের কাছে সাহায্য পৌঁছানোর পথে সব প্রতিবন্ধকতা দূর করতে হবে, যাতে ইসরায়েলের কয়েক মাস ধরে চলা এই দুর্ভিক্ষ সংকট কাটিয়ে ওঠা যায়।

আলহেন্দাউই বলেন, প্রায় চার মাস ধরে এই অবরোধ চলছে, যা কয়েক সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে। চরম অপুষ্টি ও অনাহারের সেই পরিস্থিতি থেকে ফিরে আসার জন্য খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের টেকসই সরবরাহ এবং অভাবী শিশুদের জন্য খাদ্য পরিপূরক প্রয়োজন। আলহেন্দাউই আশঙ্কা প্রকাশ করে বলেন, ক্ষুধার কারণে শিশুদের যে ক্ষতি হয়েছে তার কিছুটা পুনরুদ্ধার করা সম্ভব, তবে আমি আশঙ্কা করছি যে এই পর্যায়ে এই ক্ষতির কিছু অংশ অপরিবর্তনীয় হবে।
সেভ দ্য চিলড্রেন বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছানোর জন্য আহ্বান জানাচ্ছে, যাতে শিশুদের জীবন বাঁচানো যায় ও তাদের দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত ক্ষতি এড়ানো সম্ভব হয়।