ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা মিয়ানমারের জান্তা সরকারের

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার ডিসেম্বর মাসেই দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) এই নির্বাচন আয়োজনের জন্য সামরিক প্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে একটি ১১ সদস্যের কমিশনও গঠন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
এটি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে প্রথম জাতীয় ভোট হতে যাচ্ছে।
মিয়ানমারের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন (এমআরটিভি) জানিয়েছে, নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে, সামরিক প্রধান মিন অং হ্লাইং অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে এই ভোটের তত্ত্বাবধান করবেন, কার্যকরভাবে দেশের দায়িত্বে থাকবেন। একই সঙ্গে, তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও বহাল থাকবেন।

মিয়ানমারে ২০২১ সালের অভ্যুত্থান গৃহযুদ্ধের সূত্রপাত ঘটায় ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিকে গভীর বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেয়। প্রস্তাবিত এই নির্বাচন সেই বিশৃঙ্খলার মধ্যে একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরুর ইঙ্গিত দিচ্ছে।