যুক্তরাজ্যে রাডার জটিলতায় বিমান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

যুক্তরাজ্যের আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় ধরনের সমস্যা দেখা দেওয়ায় বিমানের চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে লাখো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। খবর দ্য টেলিগ্রাফের।
আজ বুধবার (৩০ জুলাই) পরিবহণ বিভাগের একটি সূত্র জানিয়েছে, লন্ডনের আকাশসীমা ‘কারিগরি সমস্যার’ কারণে এক ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল। বলা হচ্ছে, মাত্র ২০ মিনিটের জন্য ‘রাডার অকেজো’ হয়ে পড়ায় এই সমস্যা তৈরি হয়।
বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ সেবাদাতা সংস্থা ‘ন্যাটস’ জানিয়েছে, তাদের প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত সিস্টেমটি মেরামত করেছেন। স্বাভাবিকভাবে বিমান চলাচল শুরুর চেষ্টা করা হচ্ছে। তবে দেশের বিভিন্ন প্রান্তে যাত্রীরা তিন ঘণ্টা পর্যন্ত দেরির মুখে পড়ছেন। আশঙ্কা করা হচ্ছে, এই বড় ধরনের সমস্যা কয়েকদিন ধরেও চলতে পারে।
বিমান তথ্য সংস্থা ‘সিরিয়াম’ জানিয়েছে, আজ যুক্তরাজ্যের বিমানবন্দরগুলো থেকে তিন হাজার ৮০টি নির্ধারিত ফ্লাইট ছাড়ার কথা ছিল, যা পাঁচ লাখ ৭৭ হাজারেরও বেশি আসনের সমান।

রায়ান এয়ার নামের একটি বিমান সংস্থা এখন ‘ন্যাটসের’ প্রধান নির্বাহী মার্টিন রলফের পদত্যাগ দাবি করেছে। তারা অভিযোগ করেছে, গত ২০২৩ সালের আগস্ট মাসেও একই ধরনের কারিগরি ত্রুটির কারণে সাত লাখেরও বেশি যাত্রী সমস্যায় পড়েছিলেন। কিন্তু সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়া হয়নি। ওই সময় বিমান সংস্থা, বিমানবন্দর এবং যাত্রীদের সব মিলিয়ে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছিল।
পরিবহণ সচিব হেইডি আলেকজান্ডার বলেছেন, সমস্যাগুলো এখন ঠিক করা হয়েছে। তবে সমস্যা আরও কিছু সময় থাকবে বলে মনে করা হচ্ছে। যাত্রীদের উচিত তাদের নিজ নিজ বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে জেনে নেওয়া।