গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে : স্বাস্থ্য মন্ত্রণালয়

ইসরায়েল-হামাস যুদ্ধে প্রায় ২২ মাসের সংঘাতে নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে।
হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (২৯ জুলাই) গাজা শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৬০ হাজার ৩৪ জন শহীদ এবং ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জন আহত হয়েছেন।