হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা উত্তর গাজায় এক বিমান হামলা চালিয়ে আমজাদ মুহাম্মদ হাসান শায়েরকে হত্যা করেছে। ইসরায়েলের দাবি, শায়ের ছিলেন হামাসের সাধারণ নিরাপত্তা ব্যবস্থা কাউন্টার ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের প্রধান। খবর আলজাজিরার।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই গোয়েন্দা শাখা হামাসের মধ্যে বিরোধিতা দমন করে, সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে নজরদারি চালায় এবং গাজার ভেতরে-বাইরে হামাসের নেতাদের সুরক্ষা দেয়।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, গাজায় তাদের স্থল ও বিমান হামলা অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজার বিভিন্ন এলাকায় বেশ কয়েক ডজন বোমাবর্ষণ করেছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৫৯ হাজার ৫৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও এক লাখ ৪৩ হাজার ৪৯৮ জন আহত হয়েছেন।
অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত ও ২০০ জনেরও বেশি মানুষকে বন্দি করা হয়েছে।