ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব জার্মানি-ফ্রান্স-যুক্তরাজ্যের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তেজনা কমাতে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনার প্রস্তাব দিয়েছে। মধ্যপ্রাচ্য সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এই তথ্য জানিয়েছেন, যা চলমান সংকটের একটি কূটনৈতিক সমাধানের আশাকে পুনরুজ্জীবিত করতে পারে। খবর আল-জাজিরার।
জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াদেফুল বলেছেন, ‘আমি আশা করি এটি এখনও সম্ভব।’ তিনি আরও যোগ করেন, ‘জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে একসাথে প্রস্তুত। আমরা ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনার প্রস্তাব দিচ্ছি, আমি আশা করি প্রস্তাবটি গৃহীত হবে।’
এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো-চলমান সংঘাতের তীব্রতা কমানো ও ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে সৃষ্ট সম্ভাব্য বিপদ দূর করা।
ওয়াদেফুল বলেন, ‘এই সংঘাতের প্রশমনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত, যাতে ইরান এই অঞ্চলের জন্য, ইসরায়েল রাষ্ট্রের জন্য বা ইউরোপের জন্য কোনো বিপদ না আনে।’

ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হচ্ছে। এই যৌথ প্রস্তাব সেই প্রচেষ্টারই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।