নীতিবহির্ভূত কাজের জন্য চাপ, শহরের সব পুলিশের পদত্যাগ

পুলিশ বিভাগকে কিছু কাজ করতে বলেছে শহর কর্তৃপক্ষ। পুলিশ সদস্যরা কাজটিকে অবৈধ ও নীতিবহির্ভূত দাবি করে শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে করে সবাই মিলে পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাংকার হিল শহরে এ ঘটনা ঘটেছে।
ছোট শহর বাংকার হিলের অধিবাসীর সংখ্যা মাত্র ৮০০। শহরের পুলিশ মার্শাল ছিলেন মাইকেল থম্পসন। তাঁর অধীনে বিনা বেতনে কাজ করতেন চার ডেপুটি। তবে সম্প্রতি মার্শাল ও ডেপুটি সবাই পদত্যাগ করেছেন।
পদত্যাগের কারণ সম্পর্কে মাইকেল থম্পসন বলেন, শহরের ক্ষমতাসীন কাউন্সিল সদস্যরা বিরোধী সদস্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন পুলিশকে, যা নীতিবহির্ভূত। এমন শহর কর্তৃপক্ষের পুলিশ বিভাগ রাখার কোনো মন নেই বলে দাবি করেন মাইকেল থম্পসন।
মাইকেল থম্পসন আরো অভিযোগ করে বলেন, ট্রাফিক আইন অমান্যের দায়ে এক কাউন্সিল সদস্যকে জরিমানা করায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার গত বছর থম্পসনের ক্যানসার ধরা পড়ায় শহর কর্তৃপক্ষ তাঁকে পার্ট-টাইম কাজে বাধ্য করেছে, এতে তিনি চিকিৎসার জন্য ইনস্যুরেন্সের অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন। শহর কর্তৃপক্ষ থম্পসনকে জানিয়েছে, তাঁর চিকিৎসার জন্য শহরের মানুষকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।
থম্পসনের ডেপুটিরা বলেন, তাঁরা কাজ করতে চান। তবে মার্শাল মাইকেল থম্পসনের প্রতি সহমর্মিতা জানাতেই তাঁরা পদত্যাগ করেছেন।
অবশ্য শহর কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ বিভাগকে কোনো নীতিবহির্ভূত বা অবৈধ কাজ করতে বলা হয়নি।
বাংকার হিল শহর কর্তৃপক্ষ এবং পুলিশ বিভাগের টানাপড়েনের কারণে সেখানে বর্তমানে দায়িত্ব পালন করছে মায়ামি কাউন্টি শেরিফের ডেপুটিরা।