সৌদির কাছে অস্ত্র বিক্রি কমাচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি কমিয়ে আনবে যুক্তরাষ্ট্র। দূর থেকে স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন অস্ত্রের সরবরাহ কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
সম্প্রতি ইয়েমেনে বিমান হামলা চালায় সৌদি আরব। হামলায় হতাহত হয় অনেক বেসামরিক নাগরিক। এ কারণেই অস্ত্র বিক্রি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের নির্বাচিত সরকারকে সহযোগিতা দিয়ে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ চালায়।
চলতি বছরের অক্টোবরে সৌদি আরবের চালানো বিমান হামলার নিহত হয় একটি শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেওয়া ১৪০ বেসামরিক লোক। এ বিষয়ে সৌদি আরবকে সে সময় সতর্ক করে পেন্টাগন।
তবে কয়েকটি অস্ত্রের সরবরাহ কমালেও সৌদি আরবকে সীমান্ত নিরাপত্তার বিষয়ে কৌশলগত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এ ছাড়াও বিমান হামলা চালানোর সময় বেসামরিক মানুষের হতাহতের ঘটনা এড়ানোর জন্য সৌদি জোটের পাইলটদের প্রশিক্ষণ দেবে দেশটি।
এ ছাড়া তিন বিলিয়ন ডলারের একটি চুক্তি রয়েছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে। চুক্তি অনুযায়ী সৌদিকে যুদ্ধকাজে ব্যবহারের জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার দেবে যুক্তরাষ্ট্র।
২০১৪ সাল থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এসব হামলায় নিহত হয় হাজার হাজার বেসামরিক নাগরিক। দেশ ছেড়েছেন ৩০ লাখেরও বেশি মানুষ।