চীনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নারী বৈমানিক নিহত

চীনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দেশটির নারী বৈমানিক নিহত হয়েছেন। গত শনিবার একটি প্রশিক্ষণ চলাকালে নিহত ওই বৈমানিকের নাম ক্যাপ্টেন ইয়ু জু (৩০)।
দেশটির বিমানবাহিনীর বিমান কসরত দলের সদস্য এই বৈমানিক একটি নিয়মিত প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে সিএনএন এসব তথ্য জানিয়েছে।
অবশ্য এই দুর্ঘটনার বিষয়ে চীনা সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, দেশটির হেবেই প্রবেশে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়, যুদ্ধবিমানটির বিধ্বস্ত হওয়ার সময় ক্যাপ্টেন ইয়ু তাঁর বিমানটি থেকে বের হতে সক্ষম হয়েছিলেন। কিন্তু এ সময় অন্য আরেকটি বিমানের পাখায় ধাক্কা লেগে নিহত হন তিনি।
তবে ইয়ুর সঙ্গে থাকা পুরুষ সহকর্মী সফলভাবে বিমান থেকে বের হয়ে নিচে অবতরণ করতে সক্ষম হন।
চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাপ্টেন ইয়ুর বিমান থেকে উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সের তথ্য থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
ক্যাপ্টেন ই্য়ু ছিলেন চীনের যুদ্ধবিমান জে-১০-এর প্রথম চার নারী বৈমানিকের একজন। ২০০৪ সালে চীনের বিমানবাহিনীতে যুক্ত হয় এই সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল মডেলের বিমানগুলো। ২০০৫ সালের সেপ্টেম্বরে চীনের বিমানবাহিনীতে যোগ দেন ইয়ু। ২০০৯ সালে যুদ্ধবিমান চালানোর যোগ্যতা অর্জন করেন তিনি এবং ২০১২ সালে জে-১০ বিমান চালানোর জন্য আনুষ্ঠানিকভাবে যোগ্য নির্বাচিত হন।
সংবাদমাধ্যম সিসিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাপ্টেন ইয়ু জানিয়েছিলেন, এই বিমান চালানোর যোগ্যতা অর্জন করায় ভীষণ খুশি তিনি। কারণ এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তিনি এখন একজন সত্যিকারের বৈমানিক হয়ে উঠেছেন। সবশেষ এ মাসের শুরুতেই বিমান কসরত বাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নিয়েছিলেন ইয়ু।