ওহাইওতে ট্রাম্প, ভার্জিনিয়ায় হিলারির জয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আরো এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। শেষ খবর পাওয়া পর্যন্ত ওহাইও অঙ্গরাজ্যে জয় পেয়েছেন তিনি। এই অঙ্গরাজ্যের ১৮টি ইলেক্টোরাল ভোট জিতলেন তিনি।
অন্যদিকে, ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জিতেছেন হিলারি ক্লিনটন। এখানে ১৩টি ইলেক্টোরাল কলেজ পেয়েছেন তিনি।
সিএনবিসি নিউজের প্রতিবেদনে ট্রাম্পের ওহাইও জয়ের কারণ হিসেবে বলা হয়েছে, সম্ভবত এই অঙ্গরাজ্যের ভোটাররা অনেক বেশি অর্থনীতি সচেতন। ওহাইওর অর্ধেকের বেশি ভোটার বলেছেন, তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো দেশের অর্থনীতি।
এনবিসি নিউজের এক্সিট পোলের ফলাফলে দেখা যায়, ৪৯ শতাংশ ভোটার মনে করতেন, ট্রাম্পই দেশের অর্থনীতিকে ভালোভাবে সামলাতে পারবেন।