নিজেদের তৈরি বিমানবাহী রণতরী সাগরে ভাসাবে চীন

যুদ্ধবিমান ও হেলিকপ্টারের উড্ডয়ন-অবতরণ কাজের জন্য নকশা করা বিমানবাহী রণতরী আগামী বছর সাগরে ভাসাবে চীন। শিগগিরই এর পুরো কাজ শেষ হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিষয়ক নিউজ পোর্টাল। রণতরীটির বেশকিছু ছবিও এর মধ্যে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, রণতরীটির বেশির ভাগ কাজই শেষ হয়েছে। এখন কেবল বাকি রয়েছে এর উপরিকাঠামো তৈরি। যাকে বলা হয় রণতরীর মূল অংশ বা আইল্যান্ড।
নির্মাণাধীন রণতরীটি সম্পর্কে জনমনে প্রবল জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান জানিয়েছেন, এটি দেশের তৈরি প্রথম বিমানবাহী রণতরী। এটি শুধু দেখতেই চমৎকার নয়, এটি হবে মজবুত ও ক্ষমতাসম্পন্ন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব বেইজিংয়ের দালিয়ান বন্দরে চলছে রণতরীটির নির্মাণকাজ। ০০১এ মডেলের এই রণতরী কমপক্ষে ৩৬টি বিমান ধারণে সক্ষম।
ধারণা করা হচ্ছে, রাশিয়ার তৈরি লিয়াওনিং নামের যে রণতরীটি ১৯৯৮ সালে ইউক্রেন থেকে নিয়ে আসা হয়েছিল, এটির আদলেই নতুন রণতরীটি নির্মাণ করছে চীন।
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বিশ্বের মোট নয়টি দেশের রয়েছে এই বিশেষ ধরনের বিমানবাহী রণতরী। এর মধ্যে সর্বাধিক সংখ্যকের মালিক মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের রণতরীর সংখ্যা ১১টি। এর পরই রয়েছে ইতালি, স্পেন ও ভারতের নাম। এই দেশগুলোর রয়েছে মোট দুটি করে রণতরী।
এ ছাড়া ফ্রান্স, রাশিয়া, ব্রাজিল, চীন ও থাইল্যান্ড একটি করে রণতরীর মালিক।