যমজ বোনকে যমজ ভাইয়ের বিয়ে, অতঃপর বিপত্তি

যমজ দুই ভাইয়ের বিয়ে হয়েছে তাঁদের মতোই যমজ দুই বোনের সঙ্গে। এরপরই শুরু হয় যত ঝামেলা। দুই জোড়া যমজ দম্পতির কে কার স্বামী আর কে কার স্ত্রী তা নিয়ে প্রায়ই গোলমাল হয়। এর সমাধানে সার্জারির মাধ্যমে চেহারায় কিছুটা পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
ইনডিপেনডেন্ট জানিয়েছে, সার্জারির মাধ্যমে চেহারা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া যমজ দম্পতির বাড়ি চীনের শানজি প্রদেশে। এখানে যমজ দুই ভাই ঝাও জিন ও ঝাও জুয়ান বিয়ে করেছেন যমজ দুই বোন ইয়ুন ফেই ও ইয়ুন ইয়াংকে।
এরই মধ্যে সাংহাইয়ের হংকাং হাসপাতালের সঙ্গে কথা বলেছেন দুই জোড়া দম্পতি। তাঁরা মনে করেন, সার্জারির মাধ্যমে চেহারায় কিছুটা পরিবর্তন আনলেই চেনার ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সমস্যা দূর হবে।
চীনের সরকারি সংবাদমাধ্যম চায়না নিউজ সার্ভিস জানিয়েছে, চিকিৎসকরাও সার্জারির কথা বলেছেন। চিকিৎসকদের মতে, ওই জোড়া দম্পতির শুধু চেহারাই একরকম নয়, কথাবার্তা, মুখভঙ্গিও প্রায় একই রকম।
জানা গেছে, চিকিৎসকরা দুই জোড়া যমজ দম্পতির চেহারা সামান্য কিন্তু চেনা সহজ হয় এমন পরিবর্তন করবেন। আর চিকিৎসা হবে বিনা খরচেই।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, দুই যমজ ভাই একদিনে যমজ দুই বোনকে বিয়ে করেন। ওই সময় আংটি বদল থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তাঁদের সাবধান থাকতে হয়েছে।