যুক্তরাষ্ট্রে পার্টিতে নির্বিচারে গুলি, নিহত ৫

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে শহরটির ১৩ কিলোমিটার পূর্বের উইলকিনসবার্গ আবাসিক এলাকায় একটি বাড়ির পেছনের আঙিনায় বারবিকিউ পার্টি চলার সময় এ ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই বন্দুকধারীর হামলায় আরো অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছে।
এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পর গুলিবিদ্ধ অপরজন নিহত হয়েছে। এ ছাড়া গুলিবিদ্ধ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, বুধবার সন্ধ্যার দিকে গুলিবর্ষণের ঘটনার সূত্রপাত হয়। বন্দুকধারীদের মধ্যে একজন প্রথমে বাড়ির সামনে থেকে গুলি চালাতে শুরু করে। এতে মানুষ বাড়ির ভেতরের দিকে পালাতে চেষ্টা করলে দ্বিতীয় বন্দুকধারী ভেতরের উঠোন থেকে গুলি ছোঁড়ে। তবে সন্দেহভাজন হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এ রকম হামলা প্রায়ই বড় আকারে হচ্ছে এখন এবং হতাহতের সংখ্যাও হয়ে দাঁড়াচ্ছে অনেক বেশি। এই নির্বিচার গোলাগুলি ঠেকাতে গান কন্ট্রোল আইন করার উপর জোর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।