জন লেননের স্ত্রী ইয়োকো হাসপাতালে

লেখক, গায়ক ও চিত্রশিল্পী ইয়োকো ওনো (৮৩) অসুস্থ হয়ে পড়ায় তাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক বিটলস তারকা জন লেননের স্ত্রী ইয়োকোর শরীরে ফ্লুঘটিত অসুস্থতার কিছু লক্ষণ দেখা যায় বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র।
ইয়োকোর মুখপাত্র এলিওয়ট মিনজ বলেন, ইয়োকোর হৃদরোগ বা রক্তচাপজনিত কোনো সমস্যা হয়নি। আজ শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
এর আগে মার্কিন কয়েকটি সংবাদমাধ্যমে জানানো হয়, ইয়োকো হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিউইয়র্কে বসবাসরত ইয়োকো অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসক ডাকা হয়। অসুস্থতার লক্ষণ দেখে ওই চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেন। তবে ইয়োকোকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়েছে কি না, নিশ্চিত নন তাঁর মুখপাত্র।
পাঁচ দশক ধরে চিত্রশিল্পী হিসেবে কাজ করছেন ইয়োকোনে ওনো। গত বছর নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট ঘোষণা করে, তাঁর শিল্পকর্ম ১৯৬০-এর দশকের চিত্রশিল্পকে প্রভাবিত করেছে।
বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড বিটলসের অন্যতম গায়ক ছিলেন জন লেনন। ১৯৬৯ সালে ইয়োকো ওনোকে বিয়ে করেন লেনন। ১৯৭৫ সালে জন্ম নেয় এই শিল্পী দম্পতির সন্তান সিন লেনন। ১৯৮০ সালের ৮ ডিসেম্বর নিউইয়র্ক সেন্ট্রাল পার্কের কাছে এক ভক্তের গুলিতে নিহত হন জন লেনন।