‘১০ দিনে বিচার না পেলে নিজেকে শেষ করব’

আতঙ্কে চার মাস ধরে স্কুলে যেতে পারছে না ভারতের গুজরাটের আনন্দ জেলার এক শিক্ষার্থী। বাধ্য হয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্বারস্থ হয়েছে সে। তাঁর কাছে লেখা এক চিঠিতে ১০ দিনের মধ্যে ঘটনার বিচার না করলে নিজেকে শেষ করে ফেলার হুমকি দিয়েছে সে।
ওই শিক্ষার্থীর নাম ঈষিকা গুপ্ত (১৩)। সে জওহর নবোদয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ঈষিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ মেহেস্কির বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছে।
তবে জেলা প্রশাসন ঈশিকার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।
অভিযোগে জানা যায়, উন্নয়নের নামে স্কুল কর্তৃপক্ষ অর্থ দাবি করায় প্রশ্ন তুলেছিলেন ঈষিকার বাবা রাহুল গুপ্ত। মূলত এর পর থেকে তাদের হয়রানি করা হচ্ছে।
ঈষিকার অভিযোগ, গত ডিসেম্বরে সে অসুস্থ বোধ করলেও অধ্যক্ষ কিরণ মাহস্ক তাকে বাড়ি যেতে দেননি। উপরন্তু অধ্যক্ষ তাকে পিটিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে ঈষিকা রাষ্ট্রপতির কাছে চিঠি লেখে। এতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করে জানায়, নিরাপত্তাজনিত কারণে চার মাস ধরে স্কুলে যেতে পারছে না সে।
ওই চিঠিতে ঈষিকা রাষ্ট্রপতিকে লিখেছে, ‘আমাকে আমার শিক্ষার অধিকার ফিরিয়ে দিন, অথবা আমার জীবন আপনাকে উৎসর্গ করার অনুমতি দিন।’