বিয়ের উৎসবে আনন্দের গুলি, বর নিহত

সবকিছু ঠিকঠাকই ছিল। প্রথা অনুযায়ী গুলি ছুড়তে ছুড়তে কনের বাড়িতে যাচ্ছিলেন বরযাত্রীরা। তাঁদের সঙ্গে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন বর। এমন উৎসবমুখর পরিবেশে হঠাৎই বাধল বিপত্তি। বরপক্ষের কোনো একজনের গুলি এসে লাগল বরের মাথায়। ঘোড়া থেকে লুটিয়ে পড়লেন বর। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হলো তাঁর।
গতকাল বুধবার ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে এমন ঘটনা ঘটে। গুলিতে নিহত ব্যক্তির নাম অমিত রাস্তোগি (২৮)।
ঘটনার বিষয়ে সীতাপুর পুলিশের তদন্ত কর্মকর্তা উমা শঙ্কর সিং বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হয়েছে, তিনি (অমিত) বিয়ের অনুষ্ঠানে থাকা কারো গুলিতে মাথায় আঘাত পান। তবে আমরা অন্য কোনো ব্যাপার আছে কি না, তা বের করার চেষ্টা করছি। সেটা খুনের মতো বিষয়ও হতে পারে।’
নিষিদ্ধ হলেও ভারতে বিয়ের অনুষ্ঠানগুলোতে প্রায়ই ফাঁকা গুলি ছোড়া হয়। এসব অনুষ্ঠানে গুলিতে নিহতের সংখ্যা কম হলেও মাঝেমধ্যে এ ধরনের ঘটনা ঘটছে।
গত সোমবার উত্তরপ্রদেশের বাঘপাট জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে গুলিতে নিহত হয় ১৪ বছরের এক কিশোর।