সৌদির ৬৯ শতাংশ মোটরসাইকেলচালক মোবাইলে কথা বলেন

সৌদি আরবে মোটরসাইকেল চালানোর সময় ৬৯ শতাংশ চালক মোবাইলে কথা বলেন।
কিং আবদুল আজিজ ন্যাশনাল ডায়ালগ সেন্টারের এক জরিপ থেকে এ তথ্য জানা যায়।
আরব নিউজের খবরে বলা হয়, সৌদিতে মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ব্যবহার না করতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নিয়মিত সতর্ক করা হয়। কিন্তু সেটিকে থোড়াই কেয়ার করেন চালকরা। এতে প্রতিদিন প্রায় এক হাজার ৪০০ দুর্ঘটনা ঘটে।
এসব দুর্ঘটনায় সৌদিতে দৈনিক অন্তত ২০ জন মানুষ নিহত হন। পঙ্গু হয়ে যান ৩৫ জনের মতো মানুষ।
দুর্ঘটনার ব্যাপকতা জানতে চালানো ওই জরিপ থেকে জানা যায়, ৫৭ দশমিক চালক ট্রাফিক নিয়মের প্রতি অবজ্ঞা দেখান। ১১ দশমিক ৯ শতাংশ ট্রাফিকবাতিকে এড়িয়ে চলেন।
চালকদের ৩৩ শতাংশ সিটবেল্ট ব্যবহার করেন না। আর ৪০ দশমিক ৩ শতাংশ নির্দিষ্ট গতিসীমা লঙ্ঘন করেন।
জরিপে সৌদি আরবের বিভিন্ন প্রান্তের ১৫ বা তদূর্ধ্ব বয়সী ৮২১ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। এতে অংশগ্রহণকারীদের ৯২ শতাংশ দুর্ঘটনা রোধে কড়া নিয়ম দ্রুত বাস্তবায়নের দাবি জানান। ৯১ দশমিক ২ শতাংশ দুর্ঘটনা কমাতে ভালো পরিবহন ব্যবস্থা চালুর ওপর জোর দেন।