মুখ্যমন্ত্রীর বাসভবনের পাশে ধর্ষিত কিশোরীর লাশ

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনের পাশ থেকে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে দেখা গেছে, ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছিল।
গতকাল সোমবার ভোরে লাশটি উদ্ধার করা হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ওই সরকারি বাসভবনের পাশে পুলিশের মহাপরিচালকের (ডিজিপি) কার্যালয়।
এমন একটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় এ ধরনের ঘটনায় উদ্বিগ্ন শহরের বাসিন্দা ও পুলিশ।
পরিবারের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, পাঁচ দিন ধরে ওই ছাত্রী নিখোঁজ ছিল। তার বয়স ১৭ বছর। তার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী।
পুলিশ জানায়, মেয়েটি ১০ ফেব্রুয়ারি স্কুল থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা সংশ্লিষ্ট থানায় একটি ডায়েরি করেন।
পুলিশ আরো জানায়, খুনের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ বিষয়ে মুখ্যমন্ত্রী যাদব একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেন। ময়নাতদন্তের প্রতিবেদনে আঘাতের কারণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মেয়েটির শরীরের বাইরের অংশেও আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার আগে তাকে ধর্ষণ ও নির্যাতন করা হয়েছিল।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম দীপু। তিনি ওই এলাকায় রিকশা চালান।
দীপুর বরাত দিয়ে পুলিশ জানায়, ১১ ফেব্রুয়ারি দীপু নামের এক রিকশাচালক মেয়েটির লাশ প্রথম দেখতে পান। তবে কাউকে কিছু না বলে রিকশাচালক দীপু মেয়েটির পাশে পড়ে থাকা তার মোবাইল ফোনটি নিয়ে যান। পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে দীপু জানান, তিনি এবং তাঁর এক বন্ধু মেয়েটিকে একটি স্কার্ফ দিয়ে ইউক্যালিপটাস গাছের ওপর ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
কিন্তু পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন ওই ছাত্রীর লাশ সেখানে ছিল না। পরে তাকে একটি ড্রেনের ভেতর খুঁজে পায় পুলিশ।