মন্দিরে মুসলমানের ৩৫ লাখ রুপির ট্রাক দান

ভারতের চেন্নাইয়ের আবদুল গনি নামের এক মুসলমান অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ৩৫ লাখ রুপি মূল্যের একটি ট্রাক দান করেছেন। ছবি : এনডিটিভি
ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক মুসলমান। চেন্নাইয়ের বাসিন্দা আবদুল গনি অন্ধ্রপ্রদেশের চিত্তর জেলার তিরুপতি মন্দিরে ৩৫ লাখ রুপি মূল্যের একটি ট্রাক দান করেছেন। শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাকটি মন্দিরের জন্য সবজি বহন করবে।
সবজি বহনের জন্য ট্রাকের বিষয়টি অনেকের কাছে খটকা লাগতে পারে। জানা গেছে, মন্দিরের জন্য ‘নিত্য অন্নদান’ নামক খাদ্যদ্রব্য দানের প্রচলন আছে। নিত্য অন্নদানের জন্য প্রতিদিন বিপুল পরিমাণ সবজি মন্দিরে দান করা হয়। স্থানীয় একটি পরিবার বিপুল পরিমাণ সবজি ওই মন্দিরে দান করে।
এনডিটিভি জানিয়েছে, গতকাল সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দানকৃত ট্রাক উদ্বোধন করেন। শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাকটি আট টন পর্যন্ত কাঁচা শাকসবজি বহন করতে পারবে।