বরফে ছয় দিন থেকেও জীবিত ভারতীয় সেনা!

২৫ ফুট বরফের নিচে ছয় দিন থেকেও জীবিত! ঘটনাটি অত্যাশ্চর্য মনে হলেও এমনটিই ঘটেছে ভারতের সিয়াচেন হিমবাহে। সেখানে বরফধসের ছয় দিন পর জীবিত অবস্থায় উদ্ধার করাহয়েছে ভারতীয় এক সেনাকে।
ওই সেনার নাম হানামানথাপ্পা। তিনি ভারতের কর্ণাটক থেকে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে।
হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার গুরুতর আহত অবস্থায় বরফের ২৫ ফুট গভীর থেকে হানামানকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের বিষয়ে উত্তরাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুদা বলেন, ‘এটা ছিল অলৌকিক উদ্ধার। ল্যান্স নায়েক হানামানথাপ্পাকে উদ্ধারে সর্বশক্তি প্রয়োগ করা হয়েছে। আজ সকালে তাঁকে আরআর হাসপাতালে নেওয়া হয়েছে।’
‘এখন পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চারটি মৃতদেহ শনাক্ত করা হয়েছে। দুঃখজনকভাবে অন্য সব সেনা আর আমাদের মাঝে নেই’, যোগ করেন ডিএস হুদা।
সেনা সূত্রে জানা যায়, বরফে চাপা পড়ে ওই সেনা মৃত্যুর দ্বারপ্রান্তে ছিলেন।
এনডিটিভির খবরে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি আরো নয় সেনার সঙ্গে বরফচাপা পড়েন হানামানথাপ্পা। ৪ ফেব্রুয়ারি থেকে তাঁদের উদ্ধারে তৎপরতা শুরু হয়।